মেয়রের প্রথম কার্যদিবসে ডিসি-এসপি’র শুভেচ্ছা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রথম কার্যদিবসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মো মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিতাইগঞ্জে নির্মাণাধীন নগরভবনের ৮ম তলায় অস্থায়ী মেয়র কার্যালয়ে তারা এ শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসান, সহকারী পুরিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও আবুল আমিন প্রমুখ।
পরে একসাথে বসে তারা কুশল বিনিময় এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে কিছুক্ষন আলোচনা করেন।
আপনার মতামত জানান