একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামে শুক্রবার হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন । এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের আক্তার হোসেনের পরিবারের সঙ্গে কিরন মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে কিরন মিয়ার ছেলে আকাশের নেতৃত্বে রমজান, দিল মোহাম্মদ সহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আক্তার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। এসময় আক্তারের বড় ভাই আরজু মিয়া, তার মা জয়নব বিবি ও বোন হাসিনাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা চলে যায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আক্তার হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আক্তার হোসেন জানান, কিরন মিয়ার ছেলে আকাশ ও তার সহযোগীরা আমার মা ও ভাই, বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
অপরদিকে আকাশ জানান, দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়েছে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত জানান