৪ মাস পর সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউপি নির্বাচন

প্রকাশিত

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ ও সোনারগাঁ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী বছরের মাঝামাঝি সময়ের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা নির্বাচন কমিশন সুত্র বলছে, আগামী ২০২২ সালের মার্চ এপ্রিল মাসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের আন্ডারে সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নে সীমানা নির্ধারণ দেখিয়ে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ শেষে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন জমা দিবে।

জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড এবং মোগরাপাড়ায় যে সীমানা নিয়ে বিরোধ সেই এলাকার ভোটারদের কোন পরিবর্তনের সুযোগ নেই। কারন ঐ সীমানায় কোন ভোটারদের ভোটার সংখ্যা পরিবর্তন হবে না। সূত্রটি আরো বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জেলা নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম শুরু করবে।


আপনার মতামত জানান