বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

প্রকাশিত



কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আলম মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আলম মিয়া উপজেলার ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের ভগ্নীপতি সুজন মিয়া বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় আজ সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এলাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রকি ও শাওনসহ কয়েকজন নিহতের বোনকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করেন আলম। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে তারা। এ সময় আলম মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে শনিবার সকালে কুলিয়ারচরে মানববন্ধন ও বিক্ষোভ করে।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত জানান