শীতের বৃষ্টিতে কৃষকের স্বপ্নভঙ্গ

প্রকাশিত



কনকনে শীত, ঘন কুয়াশা এবং গত দুই দিন ধরে টিপ টিপ বৃষ্টির কারণে শীতকালিন শাকসবজি ও বোরো আবাদীদের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে মাত্র পরিপক্ক হতে শুরু করা গোল আলু, ফুলকপি, বাঁধাকপি, শাক ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, এই আবহাওয়া অব্যাহত থাকলে বিশেষ করে আলু, বোরোর বীজতলা ও সবজি জাতীয় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষে উপজেলাভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে। সোনারগাঁয়ে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি ঝরছে।

উপজেলার বারদী ইউনিনের নুনেরটেক গ্রামের কৃষক বাহাউদ্দিন বলেন, ‘আবহাওয়ার কিছুই বোঝা যাচ্ছে না। কয়েকদিন ধরেই রাতে বৃষ্টি তো সকালে রোদ। আবহাওয়ার এমন অবস্থায় আলু ও বাদাম ক্ষেত নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি। আজ সারাদিন একটানা বৃষ্টি হচ্ছে।’

সোনারগাঁ পৌরসভার কৃষক আবুল হাশেম বলেন, ‘দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে লাউ, লালশাক, মুলাশাক, সরিষাশাক ও পালং ক্ষেত নিয়ে চিন্তায় আছি। বৃষ্টি না থামলে শাকসবজি গাছে পচন ধরতে পারে।

পৌরসভার উপসহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘গতকাল রাত থেকে আজ শুক্রবার সারা দিন বৃষ্টি হচ্ছে। এতে করে মাঠে যেসব টমেটো, আলু ও কপি জাতের ফসল রয়েছে সেগুলোতে ছত্রাকের আক্রমণ হতে পারে। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে বৃষ্টির পরপরই ছত্রাকনাশক স্প্রে করা হয়। তাতে করে এধরনের সমস্যা হবে না। তবে এই বৃষ্টিতে বোরোর বীজতলার কোনও সমস্যা হবে না’

আপনার মতামত জানান