পিরোজপুর হবে স্যাটেলাইট নগরী-মাসুম চেয়ারম্যান

প্রকাশিত

পিরোজপুর হবে স্যাটেলাইট নগরী। এতে এলাকার যুবক ও বেকাদের কর্মসংস্থানে জীবনমানের আরো উন্নয়ণ হবে। দুটি ইকোনমিক জোন হয়েছে, আরো মাল্টিন্যাশনাল কম্পানী হবে। আপনারা সহযোগিতা করলে সারা দেশে পিরোজপুর ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। আপনাদের দায়িত্ব ভোট দেয়া, আমার কাজ উন্নয়ণ করা। তাই যোগ্য, সৎ, উন্নয়ণকামী ও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে এমন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। দুঃসময়ে যাদের আপনারা পাশে পেয়েছেন তাদের নির্বাচিত করবেন এ প্রত্যাশা সকলের। নিজস্ব অর্থায়ণে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আজ সকালে নিজস্ব অর্থায়নে জৈনপুর হইতে মনাইয়ের কান্দি গ্রামের একটি জরাজীর্ণ সাঁকোর পরিবর্তে আরসিসি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের সময় গ্রামের বাসিন্দাদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পিরোজপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত উন্নয়ণ হয়েছে। আমরা শুধু সরকারের তহবিলের দিকে তাকিয়ে থাকিনি। জনগণের কথা চিন্তা কওে নিজস্বভাবেও অনেক রাস্তা ঘাট, মসজিদ, বিদ্যালয়, কবরস্থানের উন্নয়ণ সহ গরিবদুখী মানুষের পাশে দাঁড়িয়েছি। যে মেম্বার কাজ করেছে তারা সে কাজের পুরস্কার পাবে। যারা জনগণের সাথে প্রতারনা করছে তাদের ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে।

মত বিনিময় শেষে উন্নয়ণ কাজের জন্য স্থানীয় দায়িত্বশীলদের কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। চেক পেয়ে স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত জৈনপুর, মনাইয়েরকান্দি, চেঙ্গাকান্দি, ছয়হিস্যা সহ প্রায় ১০টি গ্রামের জনগণ এবং চেঙ্গাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতো। এই রাস্তাটি নির্মাণ করা হলে কয়েক গ্রামের মানুষের জনদূর্ভোগ লাঘব হবে।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডাক্তার আতিকউল্লাহ, তাজু মোল্লা, মোশারফ মেম্বার, নুরু মেম্বার, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ, শাহাবুদ্দিন প্রধান, মুজিবুর রহমান, শ্রমিকলীগ নেতা নুর নবী, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া প্রমূখ।



আপনার মতামত জানান