আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির হামলা

প্রকাশিত

জাতীয়পার্টির নেতাকর্মীদের হামলায় আওয়ামী নেতা সাবেক মেম্বার হালিমসহ তার সহযোগীদের আহত ঘটনায় মামলা হয়েছে। উপজেলা পরিষদ উপ নির্বাচনে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া মনোনয়নপত্র জমা দিতে উপজেলা পরিষদ চত্বরে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার রাতে আহত হালিম মেম্বার বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করা হয়।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর ইসলাম জানান, গতকাল সোমবার দুপুরে আওয়ামীলীগ নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হালিম মেম্বার উপর হামলার ঘটনায় তিনি বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে আরো ৩০/৪০ জনকে অজ্ঞতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

গতকাল সোমবার এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার মনোনয়ন জমা দেয়ার জন্য উপজেলা চত্বরে নেতাকর্মীদের সাথে যোগদান উপলক্ষে হালিম মেম্বার ও তার সহযোগীরা উদ্ধবগঞ্জ যাওয়ার পথে উপজেলা খাদ্য গুডাউনের সামনে জাতীয়পার্টির নেতারা তাদের গতিরোধ করে হালিম মেম্বারসহ তার সহযোগীদের মারধর করে। পরে আহত হালিম মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সভাপতি রফিকুর ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ বিভিন্ন নেতাকর্মীরা তাকে দেখতে যান।

আপনার মতামত জানান