ইনস্টাগ্রামে বয়স জানানো বাধ্যতামূলক
ফেসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রামকে ব্যবহারকারীরা নিজ জন্মদিন সম্পর্কে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হবে। অল্প বয়সিদের জন্য যাতে নতুন আপডেট আরও সহজে আনা যায়, সে লক্ষ্যেই অ্যাপে আসছে এ আপডেটটি। সম্প্রতি এ বিষয়ে এক পোস্ট দিয়েছে ইনস্টাগ্রাম। যারা এখনো ইনস্টাগ্রামকে জন্মদিন সম্পর্কিত কোনো তথ্য দেননি, তারা আগামীতে অ্যাপটি খুললেই এ ব্যাপারে প্রশ্ন করতে দেখবেন ইনস্টাগ্রামকে। তারপরও তথ্য না দেওয়া হলে, সেবাটি ব্যবহারকারীকে ‘রিমাইন্ডার নোটিফিকেশন’-ও পাঠাবে। তবে একেবারেই যদি কোনো ব্যবহারকারী তার জন্মদিন সম্পর্কিত তথ্য না দেন, তাহলে একটি পর্যায়ে গিয়ে তিনি আর ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না।
আপনার মতামত জানান