মহাখালীর সাততলা বস্তিতে আগুন

প্রকাশিত



রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুন) দিবাগত ভোর রাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বস্তির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, পুরো বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত অন্তত ২০০-২৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। বস্তিজুড়ে কাঠ ও টিনশেডের ঘর।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আরো কয়েকটি ইউনিট দ্রুত সেখানে যোগ দেবে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত জানান