ভোর রাতে চাঁদ দেখার খবরে তিন গ্রামে ঈদ পালন
ভোর রাতে চাঁদ দেখার খবরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ জামে মসজিদে মঙ্গলবার সকাল ১০টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী। এ সময় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেয়। পরে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার তিন গ্রামে ঈদ উদযাপিত হয়েছে বলে দাবি তাদের। তারা ভোর রাতে চাঁদ দেখার খবর পেয়েছে।
সাদ্রা দরবারের পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী যুগান্তরকে বলেন, ১৯২৮ সাল থেকে বিশ্ব মুফতি আল্লামা ইসহাক (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সাদ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচন্দ্র দর্শনের নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সব উৎসবাদি পালন করে থাকি।
আজকের ঈদ উদযাপনের সম্পর্কে দরবারের বড় পীরজাদা পীর ড. মুফতি বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী যুগান্তরকে বলেন, মঙ্গলবার সোমালিয়া, নাইজার চাঁদ দেখা গেছে।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হঠাৎ ঈদের জামায়াতের খবর পেয়ে লোক পাঠায়। আমার জানা মতে দুটি মসজিদে জামায়াত হয়েছে। এতে মুসল্লি সংখ্যা ৪০-৫০ জন হবে। এ ধরনের ঘটনা এ প্রথম শুনলাম।
সূত্রঃ যুগান্তর।
আপনার মতামত জানান