শতাধিক মুচি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে তিনটি গ্রামের মুচি সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও ঘাসফুল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রোববার সকালে বাগমুছা ঋষিপাড়ায় এ ত্রাণ বিতরণ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী আমজাদ হোসেন, ঘাসফুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি গাজী মোবারক, সদস্য গাজী কামাল, ভেন্ডার সমিতির সদস্য মোস্তাক আহম্মেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের যুগ্ম আহবায়ক গাজী ওমর ফারুক, আবু হানিফ প্রমূখ।
ইউএনও আতিকুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে মুচি সম্প্রদায়ের কর্মহীন শতাধিক পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে খুব ভাল লাগছে। করোনার চলমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্যারের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জরুরিভাবে এ ত্রাণসামগ্রীগুলো দেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত জানান