ফতুল্লায় ভাড়াটিয়াকে শ্লীলতাহানির অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক ভাড়াটিয়া নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাড়িওয়ালা শিপু মন্ডলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপু মন্ডল ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শ নগরের বাসিন্দা।
এর আগে মঙ্গলবার (৪ মে) শ্লীলতাহানির শিকার ওই নারী বাদী হয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই নারী একজন গার্মেন্টস শ্রমিক। তার স্বামী রাজমিস্ত্রি। তারা ছয় বছর ধরে শিপু মন্ডলের বাড়িতে সপরিবারে ভাড়ায় বসবাস করে আসছেন। এক থেকে দেড় মাস ধরে প্রায় সময় তার স্বামীর উপস্থিত এবং অনুপস্থিতিতে তাদের ঘরে গিয়ে নানা বিষয়ে কথাবার্তা বলতেন শিপু মন্ডল। এক পর্যায়ে তার স্বামীর অনুপস্থিতিতে ওই নারীকে কুপ্রস্তাব দেন। তিনি বিষয়টি তার স্বামীকে জানান।
পরে তারা আলোচনা করে আগামী মাসে বাসা ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত বাড়িওয়ালাকে জানিয়ে দেন। তার স্বামী বুধবার কাজের বাইরে যান। ওইদিন দিবাগত রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। তার চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা আসলে বাড়িওয়ালা ঘটনাস্থল ত্যাগ করেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমানুর জানান, নারীকে শ্লীলতাহানির অভিযোগে বাড়িওয়ালা শিপু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। সূত্রঃ জাগো নিউজ ২৪।
আপনার মতামত জানান