সেনা প্রত্যাহার শুরু হতেই আফগান বাহিনী ও তালেবান পাল্টাপাল্টি হামলা

প্রকাশিত

আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। সেনা প্রত্যাহার শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই আফগান বাহিনী ও তালেবান পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

মঙ্গলবার হেলমান্দের অধিবাসী ও কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর দক্ষিণের হেলমান্দ প্রদেশে বড় ধরনের হামলা চালিয়েছে তালেবান।

হেলমান্দের প্রাদেশিক পরিষদের প্রধান আতাউল্লাহ বলেন, সোমবার বিভিন্ন দিক থেকে তালেবান হামলা করেছে। তারা লস্কর গহ’র উপকণ্ঠে ‘চেকপয়েন্ট’গুলোতে হামলা করেছে এবং কয়েকটি চেকপয়েন্ট দখলও করে নিয়েছে।

লস্কর গহ শহরতলীর এক বাসিন্দা জানিয়েছেন, শহরে বজ্রপাতের মত ভারী অস্ত্রের গোলাগুলির আওয়াজ শোনা গেছে। ছোট অস্ত্রগুলোর শব্দ ছিল চুলায় ভুট্টা ভাজার মত।

আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, হেলমান্দ প্রদেশের পাশাপাশি আফগান নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় গজনি ও কান্দাহারসহ আরও অন্তত ৬ টি প্রদেশে তালেবান হামলা মোকাবেলা করেছে।

এদিকে আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬০ তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছেন সরকারি বাহিনীরও ৪০ সদস্য।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব সফল অভিযান চালিয়েছে।

আপনার মতামত জানান