সোনারগাঁয়ে দুই পুলিশ পরিদর্শক ও সার্জেন্টসহ ৬জন বদলী
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান ও তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ও কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হুদা সহ ৪ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের বদলি করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ওই দুই কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তবিদুর রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ফাঁড়িতে এবং আহসান উল্লাহকে নারায়ণগঞ্জ জেলা পুলিশে বদলি করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অন্যত্র পাঠানো হয়েছে।
৩ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক স্থানীয় রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খন্দকার তবিদুর রহমান। ওই রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী-সমর্থকেরা। ওই রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী-সমর্থকেরা।
জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির আস্তানা ও জুয়ার আসর চালিয়ে আসছিল গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী। বিষয়টি তালতলা তদন্তকেন্দ্রে বারবার জানিয়েও কোন প্রতিকার না পেয়ে গত ২৪ এপ্রিল এলাকাবাসী সংগঠিক হয়ে মাদকের আস্তানা ও জুয়ার আসর পুড়িয়ে দেয়। এতে এলাকাবাসীর সঙ্গে মাদক ব্যবসায়ী চক্রের সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনার ৩ দিন পর তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহকে বদলি করা হয়েছে।
এছাড়াও কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হুদা সহ ৪ জন পুলিশ সদস্যকে চাঁদাবাজীর অভিযোগে মঙ্গলবার দুপুরে গাজীপুর রিজিয়নে বদলী করা হয়।
আপনার মতামত জানান