পূর্ব জেরুজালেমে রাতভর ত্রিমুখী সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত

প্রকাশিত

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে কট্টরপন্থি ইহুদি, ফিলিস্তিনি ও ইসরাইলি পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। এদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও হামাস। বিবিসি।

খবরে বলা হয়, প্রথমে ইহুদিদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে। কিন্তু দখলদার ইহুদি পুলিশ উভয়পক্ষকে না সরিয়ে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়। তারা স্টান গ্রেনেড, টিয়ারেশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিপরীতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে।

ফিলিস্তিনি রেড ক্রস জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০০ ফিলিস্তিনি আহত হয়েছে; তাদের মধ্যে ২১ জনকে হাসপাতালে নিতে হয়। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে পূর্ব-জেরুজালেম। একে ইহুদি, মুসলমান ও খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরাই পবিত্র শহর হিসাবে দেখে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখলে নেয়। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকেই তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বলে দাবি করে আসছে।

আপনার মতামত জানান