ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় ৩ পথচারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রীজ সংলগ্ন ষ্টেশন থেকে যাত্রী উঠানোর প্রতিযোগিতা করতে গিয়ে হোমনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন পথচারি নিহত হন। এসময় বাসের চালক ও হেল্পপার পালিয়ে যায়।
শুক্রবার(৫ই ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে স্থানীয় মালিকানাধীন লোকাল বাস “বোরাক” ও কুমিল্লার “হোমনা বাস”র যাত্রী উঠানোর রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাচঁপুর রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক(২০), রংপুরের কোতয়ালীর শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ওহিদুল (৩২),চাদঁপুরের মান্দারতলী থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী ঢাকা-হোমনার (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) বাস যাত্রী উঠা নামানোর জন্য কাঁচপুর এসে মোগরাপাড়া চৌরাস্তাগামী বোরাক (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক বাসের পিছনে ধাক্কা দেয় এ সময় তিনজন পথচারি নিহত হন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহত দের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, বাস দুটি জব্দ করা হয়েছে। নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত জানান