মসজিদ নির্মাণ কাজে বাধা, প্রতিবাদে মানববন্ধন
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার শিরাব এলাকায় একটি মসজিদ নির্মান কাজের বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী সহ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ের রাস্তার উপর এ কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানায়,উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় জামে মসজিদের নামে প্রায় ৯ শতাংশ জমি ওয়াক্ফ করে সেখানে মসজিদ নির্মান কাজে নামেন এলাকাবাসী। গত ১ মাস যাবৎ নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি একদল সন্ত্রাসী এ মসজিদ কাজের বাধা দিয়ে হামলা চালিয়ে আসছে। এ বিষয়ে গত শুক্রবার উক্ত মসজিদের মোতোয়ালি আনোয়ার হোসেন বাদী হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিরাব এলাকার মতিন ভূইয়া ও সাত্তার মিয়া জানান,মুসুল্লিদের নামাজ পড়ার স্বার্থে এলাকাবাসী সম্মিলিতভাবে একটি জামে মসজিদ নির্মানের কাজে হাত দেয়। মসজিদের জমি অবৈধভাবে আত্মসাৎ করার জন্য এতে বাঁধা দিয়ে বিভিন্ন হুমকি সহ মারপিটের ঘঠনা ঘঠায় আবুল হোসেন ও তার পরিবার সহ অন্যান্যরা।আমরা এর ন্যায় বিচার চেয়ে স্হানীয় তালতলা তদন্ত কেন্দ্রে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।এতেও তারা ক্ষান্ত হননি।উল্টো আবারো হুমকি দিয়ে আসছে।তাই তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবীতে আজ আমরা এ কর্মসূচী দিতে বাধ্য হয়েছি।
তালতলা তদন্ত কেন্দ্রর উপ পুলিশ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিবাদীদের গ্রেফতার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত জানান