রেলওয়ের জায়গা দখলমুক্ত

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় দখল হয়ে যাওয়া রেলওয়ের সরকারি জায়গা দখলমুক্ত ও মাদক কেনাবেচা স্পট ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক কেনাবেচা স্পট ও রেলওয়ের জমিতে অবৈধ সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, উপজেলার বস্তল এলাকায় একটি অসাদু চক্র রেলওয়ের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে দখল করে মাদক দ্রব্য কেনাবেচা করে আসছে।

এলাকাবাসীর ও রেলওয়ে কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৪০/৫০ ফুট সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান