সোনারগাঁয়ে ৩০ কেজি গাজা সহ আটক-১

প্রকাশিত



ডেইলি সোনারগাঁ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল । এসময় গাঁজাবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশীর সময় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) জানান, গ্রেফতারকৃত মো. জহিরুল হক কুমিল্লার চান্দিনার কেরনখাল এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবহন চালকের ছদ্মবেশে সে পিকআপ যোগে অভিনব কায়দায় কুমিল্লা জেলা হতে গাঁজা এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার পিক-আপ গাড়ীর পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে গোপন প্রকোষ্ট তৈরি করে গাঁজা ভর্তি অবস্থায় ঝালাই দিয়ে নিয়মিত গাঁজা পরিবহন করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক দ্রব্য প্রবেশ করায় এবং চালকের ছদ্মবেশে বিশেষ কৌশলে নিয়ে আসে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

আপনার মতামত জানান