নৌকায় উঠেই মরতে চা্ই- মেয়র সাদেকুর
মরার আগে আমি যেন নৌকা উঠেই মরতে পারি। নৌকার মনোনয়ন পাওয়ার জন্য লবিং করছি দল মনোনয়ন দিলেও নির্বাচন করবো না দিলেও নির্বাচন করবো। গতবারও চেয়েছিলাম দল আমাকে মনোনয়ন দেয়নি। সেজন্য আমি বসে থাকিনি আমি পৌরবাসীর ভালবাসা নিয়ে নির্বাচন করেছিলাম পৌরবাসী আমাকে বিপুল ভোটে জয় এনে দিয়েছেন। বর্তমান মেয়র সাদেকুর রহমান ভুইয়া বুধবার দুপুরে পৌরসভা নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা জানান।
এ সময় তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ্য দাবী করে আসন্ন পৌরসভা নির্বাচনে এবারও মেয়র প্রার্থী হবার ঘোষনা দিয়েছেন। গত দু’টি নির্বাচনের পূর্বে তিনি জীবনের শেষ নির্বাচন দাবী করে ভোটার সহানুভুতি চেয়েছিলেন। ভোটাররা তার কথা রেখেছিল।নির্বাচিত হওয়ার পর গত ধশ বছরে তিনি কত পৌরসভায় ছিলেন এ নিয়ে পৌরবাসীর মনে নানা প্রশ্ন। তিনি এর আগে নৌকা প্রতিক পেলে নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন। আজ তিনি সে কথা থেকেও সরে দাঁড়িয়েছেন।
নিজেকে আওয়ামীলীগের সক্রিয় কমী দাবী করে জানান, দলীয় নৌকা মার্কা পেলে তিনি নির্বাচন করবেন, প্রতিক না পেলে তিনি নির্বাচন করবেন না। সে সিদ্বান্ত থেকে সরে গিয়ে তিনি জানান, নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার জন্য আমি দলীয় নেতাদের কাছে গিয়েছিলেন। তারা আমাকে আস্বত্ব করেছে। আমি যেহেতু আওয়ামীলীগের একজন সক্রিয় কমী সেই হিসেবে আমি দলীয় প্রতিক নৌকা চাইতেই পারি। যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ জনগনের ভালবাসা নিয়ে মরতে চাই।
তিনি জানান, আমি ছাত্র জীবন থেকে এখনও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, বর্তমানেও আছেন। ভবিষ্যতেও থাকবেন। আসন্ন নির্বাচনে জয়লাভ করে অসমাপ্ত কাজগুলি করে মরতে চান। এসময় তিনি নিজেকে সুস্থ দাবী করে বলেন আমি ভাল আছি। পৌরবাসীর কাছে আমার অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ ও সহিসালামতে আগামী নির্বাচনে অংশ গ্রহন করতে পারি।
আপনার মতামত জানান