লিকেজ থেকে বিস্ফোরণ: ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

প্রকাশিত

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঠাত্তা এলাকায় গভীর রাতে অবৈধ গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাড়াটিয়া আলাউদ্দিনের পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাতে আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ফ্ল্যাটে দীর্ঘক্ষণ গ্যাস জমে থাকার পর হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে আসেন এবং দ্রুত আহতদের উদ্ধার করেন।

দগ্ধরা হলেন, আলাউদ্দিন (৩৫) তাঁর মা জরিনা বেগম (৬৫) আলাউদ্দিনের দুই কন্যা-শিশু শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে এবং তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গভীর রাতে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। তদন্তের পর অগ্নিকান্ডের ঘটনা বিস্তারিত বলা যাবে।

আপনার মতামত জানান