সাজেকে ১০ রিসোর্ট পুড়ে ছাই
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি রির্সোট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক, মনটানাসহ অন্তত ১০টি রির্সোট পুড়ে ছাই হয়ে…
বিস্তারিত