৫.৮ মাত্রার ভূমিকম্পে সোনারগাঁ সহ কাঁপল দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূ কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও এই মাত্রার তথ্য দিয়েছে। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।