৫দিন ধরে নিখোঁজ সিরাজুল ইসলামের সন্ধান চায় তাঁর পরিবার

প্রকাশিত

সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে গত ৫দিন ধরে মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। গত ৬ এপ্রিল রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হোন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। তিনি মো. শামীম হোসেনের পিতা। পরিবার জানায়, সম্ভাব্য সকল স্থানে খোঁজখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যদি কোনো সহৃদয় ব্যক্তি এই বৃদ্ধের সন্ধান পান, তাহলে নিচের ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ: ০১৭৯৯৩৭২৭২৭
ঠিকানা: ঝাউচর, নিউটাউন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

মানবিক দৃষ্টিকোণ থেকে সকলকে নিখোঁজ মো. সিরাজুল ইসলাম সম্পর্কে কোনো তথ্য পেলে তা দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত জানান