২৪ বছর পরও বাড়ি ফেরা হয়নি রুহুল আমিনের

প্রকাশিত

দীর্ঘ ২৪ বছর পর মাতৃভূমিতে ফিরেছেন সিলেটের বিয়ানীবাজারের রুহুল আমিন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ি ভাড়া করে বাড়ির পথে ছুটে যান তার বাবা-মা ও স্বজনরা। ছেলেকে পাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। ছেলেকে পেতে না পেতেই বাবা-মায়ের চোখের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো রুহুল আমিনের।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সড়ক পথে রওয়ানা হন সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে। কিন্তু ফেরা হয়নি রুহুল আমিনের। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনায় মৃত্যু ঘটে রুহুল আমিনের।

নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় রুহুলের পরিবারের আরো চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের (গ্রিন কার্ড) আশায় রুহুল আমিনের ২৪টি বছর কেটেছে আমেরিকায়। অবশেষে নাগরিকত্ব পেয়ে দেশেও ফিরেছেন। কিন্তু জন্মমাটি সিলেটের বিয়ানীবাজারে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের চোখের সামনেই প্রাণ হারান তিনি।

আপনার মতামত জানান