হোয়াটসঅ্যাপে এডিট হবে ভয়েস মেসেজ
ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ এডিট করার নতুন ফিচার আসছে। এর মাধ্যমে রেকর্ড করে সেই মেসেজ শুনে পাঠাতে পারবেন। ছবি, ভিডিও কিংবা টেক্সট নিয়ে প্রতিনিয়ত নতুন ফিচার আনলেও ভয়েস মেসেজের প্রতি হোয়াটসঅ্যাপের খানিকটা কৃপণতা ছিল। এবার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে একেবারে নতুনত্ব ফিচারে আসছে ভয়েস মেসেজ। বর্তমানে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে মেসেজ রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিতে হয়। কিন্তু এবার আর সে চিন্তা নেই। তবে এই ফিচারে নিশ্চিত করবে যে ব্যবহারকারীরা ভয়েস বার্তায় যা বলতে চান তা পরিবর্তন করার দ্বিতীয় সুযোগ পাবেন। তারা প্রথম প্রচেষ্টায় খুশি না হলে দ্বিতীয় প্রচেষ্টায় মেসেজের মানও উন্নত করতে পারবেন। এ ভাবনা থেকেই এই আপডেট করেছে হোয়াটসঅ্যাপ। এদিকে ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ফোন ও আইওএস ফোনের মধ্যে চ্যাট হিস্টোরি স্থানান্তরের সুবিধাও চালু করেছে হোয়াটসঅ্যাপ। স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন উন্মোচন অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপ এ ফিচার চালুর ঘোষণা দিয়েছিল।
আপনার মতামত জানান