হেফাজতে ইসলামের সমর্থক গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক নারীসহ ঘেরাও হওয়ার পর ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামী সাগর মিয়া নামের এক হেফাজতে ইসলামের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরগোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাগর মিয়া উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশের একাধিক টিম সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালানো হয়। পরে উপজেলার চরগোয়ালদী গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামী সাগর মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ সোনারগাঁ রয়্যাল রিসোর্টে ঘেরাও হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়্যাল রিসোর্ট ভাঙচুর, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনায় সোনারগাঁ থানায় পুলিশ বাদী হয়ে দুটি এবং ক্ষতিগ্রস্থ যুবলীগ, ছাত্রলীগ নেতা, স্থানীয় এক সাংবাদিক ও পুলিশ বাদী হয়ে সাতটি মামলা করেন। সাত মামলায় পুলিশ ৭৬ জন হেফাজতে ইসলামের কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আপনার মতামত জানান