হাবু ডাকাতের চাপাতির আঘাতে রক্কাক্ত জুয়েল মৃত্যু শয্যায়

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতের চাপাতির এলাপাতারী কোপে ইফতার কিনতে আসা মৃত বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলামের ছেলে জুয়েল মৃত্যু শয্যায়। আজ সোমবার বিকেলে যুবলীগ নেতা আমিনুল ইসলামের হত্যাচেষ্টা মামলার আসামী হাবু ডাকাত, তার ছেলে সহ ২০/২৫ জনের একটি সশস্ত্র দল হত্যার উদ্দেশ্যে এলোপাতারী কুপাতে থাকে। এ সময় জুয়েলের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মারাত্মক আহত অবস্থায় মৃত ভেবে ডাকাতদল পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা হৃদরোগ ইনিস্টিউটে রেফার্ড করে।



জানা যায়, বারদী ইউনিযন পরিষদের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু গত ইউপি নির্বাচনে ডাকাতি ছেড়ে ভাল হয়ে যাবে এ প্রতিশ্রুতি দিলে এলাকার মানুষ শান্তিতে বাস করার জন্য তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। নির্বাচনে জয়লাভ করে সে তার আগের পেশাতে ফিরে যায়। ইউপি সদস্য থাকাকালীন সময়েও সে বিভিন্ন সময় ডাকাতির অভিযোগে কারাভোগ করেছে। এছাড়া সম্পতি সময়ে সে একটি রাজনৈতিক দলে যোগদান কওে এলাকায় আধিপত্য বিস্তার করতে সশস্ত্র মহড়া দিতে শুরু করে। এ নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সাথে দ্বন্ধ শুরু হয়। এ দ্বন্ধের জের ধরে গত ছয়মাস আগে মছলেন্দপুর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলামের ছেলে জুয়েল ও সোহেলের সাথে তার মারামারি হয়। সে সময় জুয়েল ও সোহেল হাবু ডাকাতকে একা পেয়ে পিটিয়ে আহত করে। তারই জের ধরে জামিনে এসে আজ সোমবার বিকেলে পরিকল্পিতভাবে জুয়েল হত্যা করতে হামলা চালায়।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত জানান