সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণী অভিনেত্রী

প্রকাশিত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী ডলি ডি ক্রুজ, যিনি গায়ত্রী নামেই পরিচিত। মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। খবর- হিন্দুস্তান টাইমসের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার (১৮ মার্চ) হোলি উদযাপন শেষে রাথোর নামে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ডলি। গাড়ি চালাচ্ছিলেন তার বন্ধু। একটা সময় গাড়িটি সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন ডলি। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার বন্ধু রাথোরের। গাড়ির নিচ থেকে আরও এক পথচারী নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীকে জায়গা দেওয়ার জন্য গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়েছে কি না— সেটি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, ডলি ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ধীরে ধীরে তিনি ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। সেই জনপ্রিয়তার জেরে তিনি সুযোগ পান অভিনয়ে। বেশকিছু ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডলির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে। এত অল্প বয়সে এভাবে তিনি বিদায় নেবেন, তা মেনে নিতে পারছেন না কেউ।

আপনার মতামত জানান