স্বপদে সোনারগাঁয়ের হাজী সেলিম সরকার 

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে ফিরলেন হাজী সেলিম সরকার। রোববার সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আজহারুল ইসলাম মান্নান ও মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকারকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রোববার থেকে অব্যাহতি প্রত্যাহার করে তাকে স্ব-পদে বহাল করা হল।

স্বপদে ফিরে হাজী সেলিম সরকার জানান, আগামীতে দলের প্রতি আনুগত্য থেকে দলীয় সকল কার্যক্রমে অংশ নেবেন। দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

আপনার মতামত জানান