স্থায়ী জামিন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর
ময়মনসিংহে দুদকের দায়ের করা ছয় মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।
আজ বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ইয়াসমিনের আদালতে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুলসহ অন্য আইনজীবীরা জামিন আবেদন শুনানি করেন।
এর আগে ২০১৭ সালের ২৯ আগস্ট দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে তার নামে দুই দফায় ছয়টি মামলা করেছিলেন।
ভালুকা থানায় জমি ক্রয়বিষয়ক এসব মামলা দায়ের হয়। মামলাগুলো ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়াধীন ছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ঘটনার প্রায় পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান।
মামলা দায়ের করা হয় ২০১৭ সালে ২৯ অক্টোবরে।
সংশ্লিষ্টরা জানান, বিগত সরকার আমলে দায়ের করা মামলাগুলো মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্র করে করা হয়েছে। কারণ ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। এসব মামলার কারণে তিনি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আপনার মতামত জানান