সোনারগাঁ সরকারি কলেজে নবীন-প্রবীণ মিলনমেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীতে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায়। শনিবার সকাল থেকেই নবীন-প্রবীণদের মিলেনমেলায় কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।
সুবর্ণ জয়ন্তী উৎসব বেলুন উড়িয়ে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী পর্বে পঞ্চাশ বছর পূর্তি উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজের প্রাক্তন ছাত্র ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, যে মজিববর্ষ আমরা ১৭ মার্চ থেকে পালন করতে যাব। এই মজিববর্ষ অনেক অনুষ্ঠান হবে কিন্তু একটি কাজ করলে বঙ্গবন্ধুকে সঠিকভাবে স্বরন করা হবে। প্রাত্তন ছাত্র/ছাত্রীদের মিলে একটি তহবিল এ কলেজের জন্য গঠন করে আপনার সেই তহবিলের মাধ্যমে লেখাপাড়া শেষে কর্মদক্ষ মুলক প্রশিক্ষন দিয়ে তাদের কর্ম সংস্কার করতে পারি সেই অনুরোধ করে যাচ্ছি। এই কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন।
কলেজের প্রাক্তন ছাত্র ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন পুরো অনুষ্ঠানটি স্পন্সর করছে। জনপ্রিয় নায়ক রিয়াজ এর উপস্থাপনায় জনপ্রিয় সারেগামাপা’র কণ্ঠশিল্পী নোবেল ও ক্লোজআপ ওয়ান খ্যাত রাজীব।
ঢাবি উপচার্য আ আ ম স আরেফিন ছিদ্দিক,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, সাবেক আওয়ামীলীগের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, মাহফুজুর রহমান কালাম, মো: আশরাফুজ্জামান, কলেজের সাবেক শিক্ষার্থী ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ঢাকা কলেজের সাবেক সভাপতি ছগীর আহম্মেদ. আরিফ মাসুদ বাবু, এএইচএম মাসুদ দুলাল, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কলেজের সাবেক সাধারন সম্পাদক আজিজ মুকুল, সাবেক সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, কবির আহমেদ প্রধান, বিপ্লব, মুনসুর, রফিকুল হায়দার বাবু, সাইফূল ইসলাম বাবু সহ ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত জানান