সোনারগাঁ কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করছেন ইউএনও
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষকদের বিনামূল্যে কৃষিবীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।আজ দুপুরে সনমান্দী ইউনিয়নে বিনামূল্যে লাল শাক, পুঁই শাখ, লাউ, ডাটা, ঢেঁরস ইত্যাদি বীজ প্রদান অনুষ্টানের উদ্বোধন করেন।
কৃষির উপর সরকারের সর্বোচ্চ গুরুত্বারোপের নির্দেশনা বাস্তবায়নে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট এক হাজার জনকে প্রথম দফায় উপজেলা কৃষি অফিসার, ইউপি চেয়ারম্যান এর উপস্থিতিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বিনামূল্যে বীজ প্রদানের কার্যক্রম শুরু করেন।
ইউএনও সাইদুল ইসলাম বলেন, বর্তমানে করোনার দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার। করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয়। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় সোনারগাঁয়ে সফলাতার সাথে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ও প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাশ্রমে ধান কেটে বাড়ি পৌছে দেয়া হয়েছে। সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে সোনারগাঁয়ের কৃষকদের দুটি কম্বাইন্ড হারভেস্টার ও একটি রিপার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের পরিমাণ আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, কারো বাড়ির আঙিনা, বাড়ির ছাদ এবং এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে সে লক্ষে কাজ করছে উপজেলা প্রশাসন। সোনারগাঁয়ের সোনাফলা জমির পড়তে পড়তে আমরা সোনালী ফসল ফলাতে আপনাদের সহযোগী হিসেবে কাজ করব। কৃষি কাজে শরীর ও মন ভালো থাকে। নিজেদের ফসল হবে বিষমুক্ত। তাই ভবিষৎ প্রজন্মকে মেধাসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।
সদ্য যোগদান করা তারুণ্যদীপ্ত ইউএনও সাইদুল ইসলাম সফলভাবে কাজ করে যাচ্ছেন করোনা ভাইরাস প্রতিরোধ, লক ডাউন বাস্তবায়ন, করোন আক্রান্তদের হোম কোয়ারেন্টিন ও তাদের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা, ভোক্তা অধিকার নিশ্চিত ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান অঅদালত পরিচালনা করছেন। সবাইকে করোনামুক্ত রাখতে এবং সরকারি প্রনোদনা ও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌছে দিতে অভিরাম ছুটছেন সোনারগাঁয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে। ‘জনসেবার জন্য প্রশাসন’ এ শ্লোগানকে সামনে রেখে ‘উন্নত বাংলাদেশ’ গড়তে অবিরাম গতিতে তার উদ্যম উৎসাহে এগিয়ে চলছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
দায়িত্ব নেয়ার পরপরই তিনি সরকারি সেবাগুলোকে সর্বাত্মক স্বচ্ছতার সাথে সাধারণ জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেন।
বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং বন্ধসহ ভুমি খেকোদের কবল থেকে নদী-কৃষি জমির মাটি রক্ষায় নিয়মিত মোবাইল কোট পরিচালনা করেন। বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য উবর্ধগতি রোধ, খাদ্যের গুণগত মান উন্নয়নসহ নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জাতিসংঘ ঘোষিত এমডিজি অর্জনের লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ও হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টার চাউল উপযুক্ত ব্যক্তির কাছে পৌছে দিতে তিনি তীক্ষ্ন নজরদারি করেছেন। কৃষি উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে সার ও বীজ পৌছানোর ব্যবস্থা করেছেন কৃষিবান্ধব ইউএনও।
আপনার মতামত জানান