সোনারগাঁয় রাস্তা কেটে তিনটি অবৈধ ড্রেজার, নিরব প্রশাসন

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ থানা রোডের ৫শ মিটারে তিনটি স্থানে রাস্তা কেটে পাইপ বসানো হয়েছে। সরকারি দপ্তরের সামনেই অবৈধ পাইপলাইন! অবৈধ এসব পাইপ লাইন দেখেও রহস্যজনক কারনে প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ বাড়ছে জনমনে।

সরেজমিন গিয়ে দেখা যায়, অবৈধভাবে সড়ক কেটে সোনারগাঁ থানার সামনে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে, হাতকোপা এলাকায়, রাস্তার নিচ দিয়ে, পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দৈলেরবাগ এলাকায় বসানো হয়েছে বৃহৎ পাইপলাইন। এসব পাইপলাইন স্থানীয়দের চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। ব্যস্ততম এ রাস্তায় অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি কর্মচারীদের যাতায়াতে দেখা দিয়েছে দুর্ভোগ। এই সড়কের দুই পাশে রয়েছে— সোনারগাঁ থানা, উপজেলা পরিষদ, এসিল্যান্ড অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ অফিস, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সাব-রেজিস্ট্রি অফিস, স্থানীয় আদালত, ব্যাংকসহ বিভিন্ন দপ্তর।

স্থানীয়রা জানান, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অনৈতিক ও জনদুর্ভোগ সৃষ্টিকরণ কাজ। তাদের বক্তব্য ম্যানেজ ছাড়া প্রকাশ্যে দিবালোকে থানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে কিভাবে অবৈধভাবে পাইপ বসিয়েছে।


এ ব্যাপারে জানতে থানা প্রশাসনের দায়সারা বক্তব্য ছাড়া উপজেলা প্রশাসন ও সওজের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত জানান