সোনারগাঁয় মা-ছেলেকে পিটিয়ে আহত, ভাংচুর লুটপাট

প্রকাশিত

পূর্ব শক্রতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় গ্রামে মা-ছেলেকে পিটিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত উজ্জল বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উজ্জল উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রবিবার রাতে একই সীমানার মৃত: শাহাবুদ্দিনের ছেলে মোঃ সুমন কবির হোসেনের (৩৫) নেতৃত্বে হিরনের ছেলে মোঃ মমিনুল (২৪), মফিজের ছেলে মোঃ শরিফ (২৭), শরিফের ছেলে মোঃ সালমান (২৪), রিপনের ছেলে মোঃ সাকিব (১৯), সুরুজ মিয়ার ছেলে মোঃ শাহজালাল (১৯), মৃত: খবুর উদ্দিনের ছেলে মোঃ টিটু (৩২), এবার ছেলে মোঃ আলআমিন (৩২), মোশারফের ছেলে রানা (৩০) ও শাহালমের ছেলে সাজ্জাত একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয় আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় আমি ও আমার মা সানোয়ারা বাঁধা দিতে আসলে হামলাকারীরা আমাকে ও আমার বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করে আমার ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় আমি ও আমার মা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, হামলায় ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত জানান