সোনারগাঁয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নির্বাচনী সচেতনতা তৈরি ও নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানের ন্যায় উপজেলা সোনারগাঁয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সব কিছুই ছিল। শিক্ষার্থীদের মাঝে গনতন্ত্র চর্চার এক অহিংস পথ খুলে দিয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন।

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদের সার্বিক সহযোগিতায় নির্বাচন আরো প্রাণোবন্ত হয়ে উঠেছে। অত্যন্ত জাঁকজমকপূর্নভাবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নির্বাচন সমন্বয়কারী শামিমা সরকারের তত্ত্বাবধানে ও সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থীদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সকাল ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে।

ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস রিয়া, সহকারী প্রিজাউডিং অফিসার মারজিয়া সুলতানা ও জান্নাতুল ফৌরদৌস।

স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০২০ উপলক্ষে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে তানভীর মোল্লা, আছিয়া আক্তার ইলমা ও লামিয়া আক্তার, ৭ম শ্রেনী থেকে নুসরাত জেরিন রামিম ও গাজী আরাফাত ইফতি, ৮ম শ্রেণী থেকে তাসনিম আক্তার, মীম আক্তার, হাফসা আক্তার ও মালিহা ফেরদৌস, ৯ম শ্রেণী থেকে জান্নাতুল ফেরদৌস জেসি, সায়েলা আক্তার পুষ্পা, ফাহাদ, জাকিয়া আক্তার ও রায়হান এবং ১০ম শ্রেণী থেকে মারিয়া সুলতানা মিম, আবু সাঈদ ও আলিফ হাসান মোট ১৭ জন প্রার্থী অংশ নেয়। এদের মধ্যে সকল ভোটাররা তাদের পছন্দমত ৮জন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান