সোনারগাঁয়ে সাংবাদিককে পিটিয়ে আহত, বাড়িঘর ভাংচুর
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের কাছে ক্ষমা না চাওয়ার অভিযোগ এনে ওই সাংবাদিকের বাড়িঘর ভাংচুর করে তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে হেফাজতের কর্মীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্থানীয় এক সাংবাদিকের উপর ফেসবুক লাইভে এসে এ হামলা চালায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চ্যানেল এস নামের একটি বাংলা টেলিভিশন চ্যানেলের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান জানান, গত শনিবার সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারী সহ অবরুদ্ধ হওয়ার পর খবর পেয়ে অন্যান্য মিডিয়া কর্মীদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি রিসোর্টে যাই। গত সোমবার রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের ভাটিরচর গ্রামের বাড়িতে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হেফাজতে ইসলামের স্থানীয় একদল যুবক লাঠি হাতে নিয়ে মিছিল করে আমার বাড়িতে প্রবেশ করে গালি শুরু করে আমি ঘুম থেকে জেগে উঠার পর তারা আমার বিরুদ্ধে মামুনুল হককে হেনস্থা করার অভিযোগ এনে ভিডিও রেকর্ড করে আমাকে প্রকাশ্যে মামুনুল হকের কাছে ক্ষমা চাইতে বলে। আমি ক্ষমা না চাওয়ার কারনে তারা আমাকে এলোপাথারীভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে আমার বাড়িঘর ভাংচুর করে বিভিন্ন শ্লোগান দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ আমার বাড়িতে গিয়ে আমাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ পাহাড়ায় আমার চিকিৎসা চলছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, এ ঘটনায় হাবিবুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে।
আপনার মতামত জানান