সোনারগাঁয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিচারের দাবীতে ইউএনও অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি পালনকালে ইউএনও’র আশ্বাস পেয়ে ফিরে যান তারা।
শিক্ষার্থীরা জানায়, গতকাল ১৩ ফেব্রুয়ারি রাতে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক জখম করে বহিরাগত সন্ত্রাসীরা। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিচারের আশ্বাস দিলেও তারা কোন পদক্ষেপ গ্রহন না করায় শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদে অবস্থান নেয়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে বিক্ষোভ স্থলে হাজির হন। প্রায় দুই ঘন্টা অবস্থান ও বিক্ষোভের পর দোতলা থেকে নেমে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিক্ষোভস্থলে উপস্থিত হযন। এ সময় শিক্ষার্থীরা কিভাবে ক্লাস ছেড়ে চলে আসলো এ ব্যাপারে শিক্ষকদের উপর চাপ প্রয়োগ করেন। এ সময় শিক্ষকরা নিজেদের, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অসহায়ত্ব প্রকাশ করেন।
জানা যায়, বিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে মতিয়ার রহমান দীর্ঘ ২৩ বছর দায়িত্ব পালন করেন। নানা অভিযোগে অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে ২০২৪ সালের আগষ্ট মাসে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের পূর্বে বিদ্যালয়ের ফান্ডে রেখে যান মাত্র ৪ হাজার টাকা, শিক্ষকদের ৮ বছরের বকেয়া বেতন, চতুর্থ শ্রেণির কর্মচারিদের ৭ মাসের বেতন বকেয়া এবং ইজারার প্রায় দেড় লাখ টাকা।
তিনি চলে যাওয়ার ১ বছরের মধ্যে শিক্ষকদের ৩৫ মাসের বেতন পরিশোধ, চতুর্থ শ্রেণির কর্মচারিদের বেতন পরিশোধ, ইজারার ১লাখ ২০ টাকা পরিশোধ করার পর বর্তমানে বিদ্যালয়ের ফান্ডে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জমা আছে। শুধু তাই নয় বর্তমানো যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন তিনি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের বেতন প্রতিমাসে ১০০ টাকা করে কমিয়েছেন।
পরবর্তীতে তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমান উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় দেন এবং তিনি পুনরায় বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দু’জনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ এ হামলায় মতিয়ার রহমানের যোগসাজশ থাকতে পারে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা সুলতানা জানান, মতিয়ার রহমান হাইকোর্টের রায়ে আবারো প্রধান শিক্ষকের দায়িত্বে পূনবহাল হয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে স্বারকলিপি গ্রহন করেছি। সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত জানান