সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসবের মতবিনিময় সভা
বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান,সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, থানা প্রেস ক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান মনির, সভাপতি গাজী মোবারক, যুগ্ম-সম্পাদক শেখ ফরিদ শ্রাবন, সাংবাদিক অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, পনির ভূইয়া, ফারুক হাসান প্রমুখ।
লোকজ মেলা ১৪ জানুয়ারি থেকে ১৪ ফেব্রয়ারি পর্যন্ত চলবে।
আপনার মতামত জানান