সোনারগাঁয়ে বাস চাপায় শ্রমিক নিহত

প্রকাশিত


  1. সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় বাস চাপায় রুমা আক্তার নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে রাস্তা পার হতে গিয়ে ওই শ্রমিক নিহত হয়। নিহত রুমা আক্তার চাঁদপুর জেলার কচুয়া থানার বুধুন্ডা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। তিনি কাঁচপুর সোনাপুর এলাকার শাহ আলম মিয়ার ভাড়াটিয়া। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। 

    পুলিশ জানায়, কাঁচপুর বিসিকে প্রাণ কোম্পানীতে কর্মরত রুমা আক্তার সকাল সাড়ে ৬ টার দিকে অফিসে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস চট্ট মেট্রো-ব-১১-১৩১২ বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। পুলিশ বাসটি আটক করে। তবে ঘটনার পর বাস চালক, হেলপার, পালিয়ে যায়। 

    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, বাস চাপায় নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত জানান