সোনারগাঁয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর
ডেইলি সোনারগাঁ:
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা আ’লীগের কার্যালয়ে প্রবেশ করে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়। এ সময় ভাংচুর ঠেকাতে গিয়ে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় জয়নাল মেম্বারের হুকুমে লতিফের ছেলে আরিফের নেতৃত্বে মাসুম, সুজন সহ একটি সংঘবদ্ধ চক্র মগবাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে সংঘর্ষের একপর্যায়ে মগবাজার আওয়ামী লীগের কার্যালয়ে ডুকে ভাংচুর করে। এ সময় তারা ক্লাবে টানানো ১৫ আগষ্টের ব্যানার থেকে বঙ্গবন্ধুর ছবি ছিড়ে ফেলে এবং জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে রাস্তায় ফেলে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হন।
এলাকাবাসীর সহযোগিতায় আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল হাসপাতালে উপস্থিত হয়। এ সময় হাসপাতালে নতুন করে সংঘর্ষ শুরু হলে সোহেল ও নয়ন নামের দুজনকে গ্রেফতার করেছে। সনমান্দির কবির হোসেন জানান, যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছে রহস্যজনক কারনে পুলিশ তাদের হাতের নাগালে পেলেও গ্রেফতার করেনি।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন :
আপনার মতামত জানান