সোনারগাঁয়ে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে প্রাইভেট শিক্ষক শিশির হালদারের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ করেছেন তার ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিশির হালদার (২৪) প্রাইভেট পড়াতে এসে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন শিশির। ভুক্তভোগী ছাত্রী আরও অভিযোগ করেন, শারীরিক সম্পর্কের ফলে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানালে অভিযুক্ত শিক্ষক স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ান, যার ফলে তার গর্ভপাত ঘটে।
সবশেষে, ১১ জুন সন্ধ্যায় শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করে পরে বিয়ের কথা তুললে শিশির হালদার ক্ষুব্ধ হন এবং বিয়েতে অস্বীকৃতি জানান।
বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগী তার পরিবার নিয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে আলোচনা করতে গেলে, অভিযুক্ত শিশিরসহ তার ভাই পিয়াস হালদার ও বাবা কমল হালদার ভুক্তভোগীর পরিবারকে মারধরের হুমকি দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
ভুক্তভোগী নারী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়দের পরামর্শে তিনি আইনের আশ্রয় নিতে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত জানান