সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রকাশিত



পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠেছে। অপর্কম ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে ক্লাসের সময়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এছাড়াও ক্ষুদ্র কাঠ ও টিন ব্যবসায়ী আলমাস কে কুখ্যাত সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করেন।

একই বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার কে অনৈতিক কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ সহ বিদ্যালয়ে দুর্নীতি নিয়ে সরকারি দপ্তর গুলোতে অভিযোগ করা হয়। বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়গুলো উঠে আসলেও হয় নি কোন প্রতিকার।

এই বিষয়ে জানতে চাইলে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান লিটন জানান বিলকিস থানায় কুপ্রস্তাবের অভিযোগ করেছে পুলিশ এসেছিলো তদন্ত শেষে বলা যাবে কে প্রকৃত দোষী।

আপনার মতামত জানান