সোনারগাঁয়ে প্রতিবন্ধী দিবস পালিত
“অভিগম্য আগামীর পথে” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান, উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব প্রমুখ।
আপনার মতামত জানান