সোনারগাঁয়ে পরিবেশ দূষণ করার অভিযোগ, জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কারখানার বর্জ্যমিশ্রিত দুষিত পানি স্থানীয় মানুষের জমি ও খালে বিষ্কাশন করে পরিবেশ দূষণ করার অভিযোগে বুধবার (১৬ জুন) ওই কারখানার দুইজন কর্মকর্তাকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, উপজেলার ছোট শিলমান্দি এলাকার ক্যানটাকী নামের একটি ড্রাইং কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানার দুষিত বর্জ্যমিশ্রিত পানি স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের জমি ও পার্শ্ববর্তী খালে নিষ্কাশন করে এলাকার পরিবেশ দূষণ করে আসছিল।

ওইদিন বিকেলেই স্থানীয় এলাকাবাসী দুষিত পানি বন্ধের দাবিতে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ক্যানটাকি কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জামাল উদ্দিন ও মহাব্যবস্থাপক মিজানুর রহমানকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত জানান