সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত

 

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের প্রার্থী গোলাম মসীহকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটে সোনারগাঁ পৌরসভার পোদ্দার বাড়ী নামে পরিচিত পুরাতন ভবনে। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল, ফাইরুজ তাসনিম। অভিযানে ঘটনাস্থলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, “আমরা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছি। আইন অনুযায়ী প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে সাধারণ জনগণ আমাদের সহযোগিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”

আপনার মতামত জানান