সোনারগাঁয়ে নবযোগদানকৃত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত–এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১১টা, সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’-এ এ মতবিনিময় সভা আয়োজন করে উপজেলা প্রশাসন, সোনারগাঁ।
সভায় নবাগত ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম, গণসেবার মানোন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে উপস্থিত গণমাধ্যমকর্মীরা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে জনসেবামূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত জানান