সোনারগাঁয়ে তিতুমীর কলেজের বাসে বখাটেদের হামলা, ছাত্রীসহ আহত ২০

প্রকাশিত


বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা সফরে এসে স্থানীয় বখাটেদের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের একদল শিক্ষার্থী। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় কলেজ বাসে হামলার ঘটনায় ছাত্রীসহ ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় ৭ জন শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেন, সোনারগাঁয়ের পানাম সিটি ভ্রমণের সময় তিতুমীর কলেজের মেয়ে শিক্ষার্থীদের কয়েকজন বখাটে ইভটিজিং করে। এ সময় আমরা প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সাথে বখাটেদের কথা কাটাকাটি হয়। পরে কলেজের উদ্দেশ্যে যখন বাস ছেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়। বখাটেরা স্থানীয় বলে বলে তারা ধারনা করেন।
এ সময় ৯৯৯ এ কল করলে সোনারগাঁ থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মো: মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনার সাথে স্থানীয়রা বখাটেরা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পারি।দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত জানান