সোনারগাঁয়ে ‘তাজমহল পার্টি সেন্টার’ উদ্বোধন

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাব এলাকায় মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি বাংলার তাজমহল, মিশরের আদলে পিরামিড প্রতিষ্ঠার পর এবার তাজমহল পার্টি সেন্টারের উদ্বোধন করেছেন। রোববার (১২ জানুয়ারী) বাংলার তাজমহলের পাশেই তাজমহল পার্টি সেন্টারের উদ্বোধন করেন।

তাজমহল পার্টি সেন্টারে পিকনিক, বিবাহ, গায়ে হলুদ, বৌ ভাত, মুসলমানী, সভা সেমিনার সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা নিয়ে নান্দনিক ডেকোরেশনের মাধ্যমে সাজানো হয়েছে। পার্টি সেন্টারে বিনা ভাড়ায় দুই হাজার মানুষ একত্রে বসে যে কোন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

তাজমহল পার্টি সেন্টারের স্বত্তাধিকারী আহসান উল্লাহ মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ- কমান্ডার ওসমান গণি, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলু, সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি মনিরুজ্জামান, সোনারগাঁ থানা প্রেসক্লাবের সভাপতি গাজী মোবারক, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ ফরিদ শ্রাবন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম শুভ, সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ, তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহসান উল্লাহ, পানাম নগরীর ইনচার্জ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা আহসানউল্লাহ মনি বলেন, পর্যটন শিল্পের প্রসারে বাংলার তাজমহল ও পিরামিড যেমন ভূমিকা রাখছে ঠিক তেমনি তাজমহল পার্টি সেন্টারও স্থানীয় বাসিন্দাদের চাহিদা মিটিয়ে সারাদেশের মানুষকে সেবা দেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল তাজমহল পার্টি সেন্টার।

আপনার মতামত জানান