সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলে বাধা, পিটিয়ে আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে স্থানীয় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গকান্দি গ্রামের মোকলেছ মিয়ার জমি জোরপূর্বক দখল করেন দুই ইউপি সদস্য হাবু মিয়া, ফারুক হোসেন, ইকবাল হোসেন ও তার সহযোগীরা। এ সময় মোকলছ মিয়া বাধা দিলে হাবু ও ফারুক হোসেনের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে মোকলেস মিয়া, আবুল কাসেম ও মোতালিব মিয়াকে পিটিয়ে আহত করা হয়। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মোকলেস মিয়া জানান, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হকের নির্দেশে তার দুই ইউপি সদস্য হাবু মিয়া, ফারুক হোসেন ও তার সহযোগীরা আমাদের জমি জোর পূর্বক দখল করে নেওয়া চেষ্টা করে। আমরা বাধা দেওয়ায় পিটিয়ে আহত করে। অপর দিকে হাবু মেম্বার জানান, জোরপূর্বক জমি দখল করে নেওয়ার ঘটনাটি সত্য নয়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত জানান